বাংলাদেশের বিপক্ষে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। তবে দুটি দলই চোটের কবলে পড়েছে টাইগারদের ম্যাচে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ছিটকে গেছেন। ফলে সেরা একাদশ গঠনে কিছুটা হলেও বেগ পেতে হবে ভারত-নিউজিল্যান্ডকে।
রোববার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্বকাপের ২১তম ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য রয়েছে রোহিত শর্মাদের। অন্যদিকে নিজেদের অবস্থান ধরে রাখতে জয় পেতে মুখিয়ে রয়েছে কিউই বাহিনী।
ম্যাচটিতে নিউজিল্যান্ড দলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কিউইরা। এ দিকে হার্দিক পান্ডিয়াকে না পাওয়ায় একাদশে দেখা যেতে পারে ঈশান কিষানকে। অন্যদিকে শার্দুল ঠাকুরকে বাইরে রেখে পেসবান্ধব উইকেট বিবেচনায় মোহাম্মদ শামিকে নেয়া হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
বাংলাদেশ সময়: ১৪:০২:৩৬ ৪০ বার পঠিত