জাপান সরকার গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আয়তায় রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় প্রদানকারী স্থানীয়দের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য ৬.৯ মিলিয়ন টাকা সহায়তা প্রদান করছে।
রোববার (২২ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিএস সহায়তা প্রকল্পে চলতি বছরে জাপান ৬৪ হাজার ৫০৭ মার্কিন ডলার অনুদান বাড়িয়েছে। সেই অর্থ থেকে বাংলাদেশি এনজিও, বাংলা-জার্মান সম্প্রীতিকে (বিজিএস) প্রায় ৬.৯ মিলিয়ন টাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ বাবদ সহায়তা করা হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি জাপান দূতাবাসে গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য ‘গ্রান্ট কন্ট্রাক্টস’ স্বাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৮ ৫৭ বার পঠিত