ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, তারা উভয়ই নিজ নিজ প্রতিবেশীর গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তবে তাদের কাউকেই জিততে দেয়া হবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
তিনি বলেন,
হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে; কিন্তু তাদের লক্ষ্য একই। তারা উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।
বাইডেন বলেন, ইউক্রেনের প্রকৃত রাষ্ট্র হিসেবে টিকে থাকার যে অধিকার আছে সেটিই অস্বীকার করেছেন পুতিন।
তিনি বলেন,
একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্বের পথে আমরা ক্ষুদ্র পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ রাজনীতিকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমি হামাস ও পুতিনকে জিততে দেব না।
বাইডেন সরাসরি আমেরিকান জনগণকে সম্বোধন করে বলেন, ‘আমি জানি এ দ্বন্দ্ব-সংঘাতগুলো আমেরিকানদের জন্য অনেক দূরের ঘটনা বলে মনে করা হয়ে থাকে এবং এ প্রশ্ন জিজ্ঞাসা করা স্বাভাবিক, কেন এ সংঘাত আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ হবে?
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইসরাইল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,
আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি, তবে নিজেকে আর ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখব না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা, এখনও।’
ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, ঝুঁকি হচ্ছে চলমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের জন্য ‘একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে’। সেই ভবিষ্যৎ হবে ‘আরও স্থিতিশীল’ এবং ‘প্রতিবেশীদের সঙ্গে আরও বেশি সংযুক্ত’।
ভাষণে বাইডেন ইসরাইলের বিমান প্রতিরক্ষার জন্য অর্থের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ইসরাইলের আকাশ পাহারা দেয়ার জন্য আয়রন ডোম নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি আমরা। ইসরাইলের জনগণকে রক্ষা করার জন্য তাদের সবসময় যা প্রয়োজন তা আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘ইসরাইলের জন্য আমি কংগ্রেসে যে নিরাপত্তা প্যাকেজ পাঠাচ্ছি তা তাদের জন্য একটি অভূতপূর্ব প্রতিশ্রুতি, যা দেশটির সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে।’
জাতির উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা, এখনও।’
বাইডেন বলেন, ‘মুসলিম, ইহুদি বা যে কারো বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি। যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে।’
তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমেরিকান। বিশ্বের মহান জাতিগুলো ঠিক এটাই করে এবং আমরা একটি মহান জাতি।’
বাংলাদেশ সময়: ১১:৩৮:৫৭ ৪২ বার পঠিত