সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টার দিকে সাতক্ষীরা- খুলনা আঞ্চলিক সড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমন ও আবুল হোসেন। তাদের বাড়ি শ্যামনগর উপজেলায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল আলীম জানান, কাজ শেষে মজুরির অংশের ধান নিয়ে ট্রাকে শরীয়তপুর থেকে শ্যামনগরে ফিরছিলেন ১৭ শ্রমিক। পথে সাতক্ষীরা- খুলনা আঞ্চলিক সড়কের কুমিরা এলাকায় ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৫ জন।

আহতদের মধ্যে ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচ শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে হাসপাতালে আহতরা অভিযোগ করে জানান, চালক ঘুমিয়ে ছিলেন এবং ট্রাকটি চালাচ্ছিলেন তার সহকারী। এমনটা করতে বহুবার নিষেধ করার পরও তারা শোনেননি।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৬   ৬৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ