বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে ঝোপ থেকে আনিসুর রহমান হিটলার নামে এক সবজি দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কলেজবাজার এলাকায় বাড়ির পাশে ঝোঁপ থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিটলার উপজেলার চাঁদপুর উত্তরপাড়া গ্রামের মনসের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় সবজির দোকান করে আসছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর উপজেলার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার বলেন, সকালে কলেজপাড়া এলাকায় একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সুরতহাল রিপোর্ট শেষে গলাকাটা মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড; তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার অনুসন্ধান ও জড়িতদের বিষয়ে জানতে মাঠে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:২০:৩৬   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে : রিজওয়ানা
বিএমইউকে আন্তর্জাতিক মানের গবেষণা ও চিকিৎসা সেবায় নেতৃত্ব দিতে হবে : উপাচার্য
কোনো একটি বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার: রিজভী
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছিল: উপদেষ্টা ফারুক ই আজম
ঢাকার চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে: রিজওয়ানা হাসান



আর্কাইভ