নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আরও একজন মারা গেছেন। তার নাম মো. জাকারিয়া (২০)। বুধবার (১৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. জাকারিয়া (২০) ও মো. ইকবাল হোসেন (২৫) দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
৩ দিনপর সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মো. মোজাম্মেল মারা যান। তার শরীরের ১০০ ভাগ দগ্ধ ছিল। আর গতকাল মঙ্গলবার মারা যান মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. শরিফুল ইসলাম (৩২)। সাইফুল ও শরিফুলের শরীরের যথাক্রমে ৬০ ও ৫৭ শতাংশ দগ্ধ ছিল।
আজ জাকারিয়ার মৃত্যুর পর দগ্ধদের মধ্যে বেঁচে আছেন কেবল ইকবাল হোসেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:১৬ ৪৫ বার পঠিত