এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা

প্রথম পাতা » ছবি গ্যালারি » এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা

সরকারি চাকরিজীবী কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় বা অভিযোগ আসে সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের বিষয়টি। এতে সরকার বিব্রত হয়। এখন থেকে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আ.ক.ম. মোজাম্মেল হক। বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য গুদামজাত করে রাখে তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০২   ৪৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার উপদেষ্টা
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
ঝিনাইদহে শীতার্তদের মাধ্যে কম্বল বিতরণ
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: তাজুল



আর্কাইভ