গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ

অবরুদ্ধ গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচ শতাধিক মানুষের মৃত্যুতে ‘হতভম্ব’ হয়ে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে গুতেরেস লিখেছেন, ‘আজ (মঙ্গলবার, ১৭ অক্টোবর) গাজার একটি হাসপাতালে হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি হতভম্ব। আমি এর তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

‘আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে,’ যোগ করেন তিনি।

তবে চীন সফরের আগে বুধবার (১৮ অক্টোবর) গুতেরেস জানান, জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। পাশাপাশি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরাইলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০২   ৪৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের



আর্কাইভ