নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। ঘটনার তিনদিন পর মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শ্রমিক মারা যান বলে হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।
নিহত শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলামের (৩০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ ও ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক।
এর আগে সোমবার বিকেলে প্রায় শতভাগ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন মোজাম্মেল হক (৩০) মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার ভোরে গোদনাইলের স্টিল লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ২৩:০৯:০৪ ৫৭ বার পঠিত