ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে স্পীকারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে স্পীকারের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে স্পীকারের সাক্ষাৎ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা রোহিঙ্গা ইস্যু, প্রাকৃতিক সম্পদ, কৃষি পন্য, জ্বালানি, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের কথা এসময় স্মরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষি পণ্যসামগ্রী, খাদ্য ও জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থাকতে অনুরোধ করেন।

ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আশ্বস্ত করেন।

এরপর স্পীকার আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারদের সাথে আবুধাবিতে একটি ডায়লগে অংশগ্রহণ করেন। এসময় তিনি এসডিজি, বাজেট বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানী, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি নিয়ে কথা বলেন।

স্পীকার বলেন, একটি দেশে বিনিয়োগ দরিদ্রবান্ধব হওয়া উচিত। তিনি বলেন, উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থায়নকে প্রচার করতে হবে।

এসময় আরব-আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৯   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ