ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মোঃ আতিউর রহমান আতিক, হাজী মোঃ সেলিম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের খাদ্যশস্য মজুদ ও সংগ্রহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সরকারি মজুদ পরিস্থিতি, খাদ্যশস্যের মূল্য পরিস্থিতি, বোরো সংগ্রহ মৌসুমে চাল ও ধান সংগ্রহ, আন্তর্জাতিক উৎস থেকে খাদ্যশস্যের আমদানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। সামগ্রিক খাদ্য নিরাপত্তা বিষয়ক ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বর্তমানে সরকারী খাদ্য গুদামে মজুদকৃত খাদ্যশস্যের মধ্যে চাল, গম ও ধান এর মজুদ সন্তোষজনক থাকায় কমিটির পক্ষে হতে মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
দেশের অভ্যন্তরে বিভিন্ন খাদ্যগুদামগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংস্কার করার প্রতি গুরুত্বারোপ করা হয়। গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগতমান যথাযথ রাখার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ সাপেক্ষে যে কোন দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়কে সজাগ থাকার জন্য কমিটির পক্ষ হতে সুপারিশ করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:১৫ ৬১ বার পঠিত