স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে তোফাজ্জলকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাতান এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী সারিয়াকান্দির একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত সোমবার (১৭ এপ্রিল) ওই ছাত্রী প্রতিবেশী তোফাজ্জলের বাড়িতে খেলতে যায়। একপর্যায়ে তোফাজ্জল কৌশলে ওই ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরের দিন ছাত্রীর বাবা তোফাজ্জলকে একমাত্র আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তোফাজ্জলকে গ্রেপ্তারের পর সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৮:২২   ৮০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ