রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা এবং কঠিন চীবরদান উপলক্ষে জেলার পৌরসভাধীন বিভিন্ন ও বিহারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি পৌরসভা কনফারেন্স রুমে এ অনুদান প্রদান করা হয়।
রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর কালায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইনামুল হাসান, প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো: জামাল উদ্দিন, মো: করিম উদ্দিন জুবাইতুন্নাহার জেবু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভাধীন ১৪ টি মন্ডপ ও ২২ টি বিহার কমিটির প্রতিনিধির মাঝে ৯হাজার টাকা করে সর্বমোট ৩লক্ষ ২৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৮   ৪৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ