আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারি » আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া
সোমবার, ১৫ মে ২০২৩



আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে শহরের আরিফপুরের পাবনা সদর কবরস্থানে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।
এখানে তাঁর বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অনেক আত্মীয়-স্বজনসহ এলাকার অনেক জন শায়িত আছেন।
রাষ্ট্রপ্রধান তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কবর জিয়ারত করেন।
পরে রাষ্ট্রপতির পিতা শরিফউদ্দিন আনসারী এবং মাতা খায়েরুননেসাসহ সকল আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর জন্যও দোয়া করা হয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা সকলের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, স্থানীয় সংসদ সদস্য-গোলাম ফারুক প্রিন্স, আহমেদ ফিরোজ কবির ও নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রেজাউল রহিম লাল, রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, রাষ্ট্রপতির দুই ভাই সহিদ ইকবাল সাঈদ ও মোহাম্মদ শাকির হোসেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
এরপরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা স্কয়ারের বাগানবাড়িতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং স্কয়ার গ্রুপের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর প্রয়াত বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অঞ্জন চৌধুরীর বাবা হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী।
এসময় তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানাসহ সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫১   ৭৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ