সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। এদেশ জঙ্গি, জামায়াত, রাজাকারদের জন্য স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

রোববার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সরিষাবাড়ী আওয়ামী লীগ পরিবারের আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাচাঁন পাল অনুষ্ঠান পরিচালনা করেন।

মহাসমাবেশ মুরাদ হাসান বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। তিনি যাকেই নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প অন্যকিছুই মেনে নেওয়া হবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: লুৎফর রহমান লুলু, ৮নং মহাদান ইউনিয়ন আওয়ামী লীগে সাবেক সভাপতি মো: আজমত আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মো: খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়াও উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ, দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের পেশাজীবী মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৫   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ