বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে । জেলা প্রশাসন ও বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চ-ত্বরের বট তলা থেকে র‌্যালী বেরহয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিতহয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ। অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা চেযারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ।
পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় । এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই।যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৫   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ