তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে গ্রেপ্তার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও ডিসি নির্বাচনে আমাদের কথা মতো কাজ করবে। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার না হয়। কারো বিরুদ্ধে ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেপ্তার করা না হয়।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন শিডিউল ঘোষণার পরে কাউকে গ্রেপ্তার করতে পারেন না সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

বাংলাদেশ সময়: ১৫:১৬:৪১   ৪৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ