নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান সৌরভ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ হাসান সৌরভ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশে অস্ত্রধারী জাহিদ হাসান সৌরভ তার লোকজন নিয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। এ সময়ে তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কামান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৩   ৮৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি



আর্কাইভ