গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব রাশিয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব রাশিয়ার
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব রাশিয়ার

ইসরাইল-হামাস চলমান যুদ্ধের বিরতি চায় রাশিয়া। এর প্রেক্ষিতে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিকদের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, নিরাপত্তা পরিষদকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তপাত বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খসড়া প্রস্তাবটির বিষয়ে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’

শনিবার ( ৭ অক্টোবর) হামাসের হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত তিন হাজারের বেশি। অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩২   ৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত
পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে
এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান
অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট



আর্কাইভ