ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজে অনেক ঝুঁকিও রয়েছে। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান।

তিনি বলেন, ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। একেকটি ছবি যেন একেকটি ইতিহাস। ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার অংশগ্রহণ থাকবে।

১৩ অক্টোবর শুক্রবার বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিপিজেএ-এর সদ‍্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫১   ৮৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ