গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ র্যালি ও আলাচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা প্রকৌশলী শফিউল আযম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭:১০:১২ ৪২ বার পঠিত