আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরে দুর্যোগ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এই প্রতিপাদ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম জাহিদ, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপনী বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি র্যা লিটি বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৪ ৪০ বার পঠিত