প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা

বাংলাদেশে এক দিনের জন্য প্রতীকী ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন কিশোরী ‘তাসলিমা’। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ ইভেন্টের অংশ হিসেবে তাসলিমা এই দায়িত্ব পালন করেন। আজ বৃহস্পতিবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গার্লস টেকওভার’ হলো বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে তাসলিমা ছাড়াও কিশোরী স্বপ্না এক দিনের জন্য কানাডীয় দূতাবাসের এবং কিশোরী সানজানা সুইডিশ দূতাবাসের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে তাসলিমা বলেন, ‘সমাজে নিজেদের একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে এই সুযোগটি আমার কমিউনিটির মেয়েদের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তারা এখান থেকে অনুপ্রাণিত হবে।
এই অভিজ্ঞতাটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’

তাসলিমা ভবিষ্যতে তার কমিউনিটির মেয়েদের জন্য একটি টেকসই অবস্থান তৈরির লক্ষ্যে জেন্ডার সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চান। তিনি কিশোরী যুব নারী ক্লাবের সদস্য। বয়ঃসন্ধিকালীন মেয়েদের জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নেতৃত্বের বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, স্বপ্ন পূরণের জন্য সকলকে এগিয়ে যেতে হবে। কারণ শিক্ষা অর্জন এবং কঠোর পরিশ্রম করে সব কিছুই করা সম্ভব। তাই স্বপ্ন দেখতে থাকুন। নারী ও মেয়েরা যাতে সমাজে শক্তিশালী অবদান রাখতে পারে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৭   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ