নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) পৌর এলাকার অর্জুন্দী ও নোয়াইল গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এ সময় দুই কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, সোনারগাঁ পৌরসভার নোয়াইল ও অর্জুন্দী গ্রামের আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৪ ৪৩ বার পঠিত