দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় কোন লোকজন ব্যবসায়ীদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। কোন প্রকার চাঁদাবাজি করেনি।
মন্ত্রী আজ বুধবার নওগাঁয় চেম্বার অব কমার্স আয়োজিত ব্যসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার সাদাত সরকার এবং নওগাঁ চেম্ব্রা অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু।
ব্যবসাযীরা মায়ের কোলে বসে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা যারা করেন তাদের উপরও কোন হস্তক্ষেপ ছিলনা। তাই ব্যবসায়ীদের দেশের মানুষের প্রতি মানবিক হয়ে সুদৃষ্টি দেয়ার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ভোক্তাদের সেবা এবং সহাযোগিতা দিলে পক্ষান্তরে সরকারকেই সহযোগিতা করা হবে।
মন্ত্রী নওগাঁর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম উন্নয়নের অংশ হিসেবে এখানেও ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১শ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন হয়েছে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৫   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ