নিপুণকে নিয়ে জায়েদ খানের এ কেমন মন্তব্য!

প্রথম পাতা » ছবি গ্যালারি » নিপুণকে নিয়ে জায়েদ খানের এ কেমন মন্তব্য!
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



নিপুণকে নিয়ে জায়েদ খানের এ কেমন মন্তব্য!

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বেহায়া বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেতা।

মূলত ওই অনুষ্ঠানে বিভিন্ন নায়ক-নায়িকাদের ছবি স্ক্রিনে দিয়ে জায়েদ খানকে তাদের নাম বলতে বলা হয়েছিল। এ সময় তাকে (জায়েদ খান) ছবি সম্পর্কে একটি/দুইটি শব্দ দিয়ে হিন্ট দিচ্ছিলেন উপস্থাপিকা।

স্ক্রিনে প্রথমে প্রয়াত নায়ক মান্নার ছবি দেখানো হয়। এর পর মৌসুমি, শাকিব খান, কলকাতার সায়ন্তিকা, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, পরীমণি, পূজা চেরি ও শাবনূরের ছবি দেখানো হয়। সবার নাম বলার সময় জায়েদ খান উচ্ছ্বসিত থাকলেও নিপুণের ক্ষেত্রে ঘটে ভিন্ন ঘটনা।

এর পরে নিপুণের ছবি স্ক্রিনে আসতেই উপস্থাপিকা বলেন, এমন একজন নায়িকা, যার নাম আপনি আপনার সব সাক্ষাৎকারে নেন, এবং আজকেও নিয়েছেন। এ ছাড়া এ নায়িকার সঙ্গে আপনাকে এখন আর পাশাপাশি পাওয়া যায় না।

জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।

এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

সবশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করছিলেন। তবে বর্তমানে সিনেমার শুটিং বন্ধ। এছাড়া আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা-জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৩:১২:৪১   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার



আর্কাইভ