ক্যাডার–বৈষম্য, পদোন্নতিসংক্রান্ত সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মবিরতি পালিত হয়। এসময় সরকারি তোলারাম কলেজে ইউনিটের সম্পাদক ড. রওনক জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর সমাপ্ত কুমার সাহা, প্রফেসর গোপীনাথ পাল, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. মোনোয়ার হোসেন, তানভীর আহমেদ, ডালিয়া হোসেনসহ প্রমুখ শিক্ষকরা।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বক্তব্যে দীর্ঘদিনের চাকুরিজীবনে অপ্রাপ্তি ও বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দেন। আগামী দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা স্থানীয় সংসদ সদস্যের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ২৩:০২:১৬ ৭২ বার পঠিত