শেহনাজ গিল ভারতীয় অভিনেত্রী, মডেল এবং গায়িকা। তার অভিনীত সিনেমার প্রচারে গিয়ে অসুস্থ বোধ করেন তিনি। পরিস্থিতি খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি হাসপাতালেই অবস্থান করছেন।
ভারতীয় গনমাধ্যমের খবরে বলা হয়েছে, শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচারে গিয়ে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে স্যান্ডউইচ খেয়ে ফুড পয়জনিং হয়েছে এই নায়িকার। খাওয়ার পর পেটে সমস্যা দেখা দেয়। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।
শেহনাজ হাসপাতালে থেকে ইনস্টাগ্রামে এসে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। এ অভিনেত্রী বলেন, আমি বাইরের স্যান্ডউইচ খেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এখন ভালো আছি। বাইরের ওই খাবারটা থেকে আমার ফুড পয়জনিং হয়ে যায়। বাইরের খাবার খাওয়া উচিত নয়। আপনারা বাইরের খাবার এড়িয়ে চলবেন।’
প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবর পৌঁছে গেছে বলি পাড়ায়। সবাই তার সুস্থতা কামনা করেছেন। তাকে হাসপাতালে দেখতে যান ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ র প্রযোজক রিয়া কাপুর।
গত ৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এ অভিনয় করেছেন শেহনাজ গিল। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। এর আগে শেহনাজ ‘কালা শাহ কালা’ এবং ‘ডাকা’ র মতো পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:০২:২৬ ৪১ বার পঠিত