ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের জোর হামলা অব্যাহত রয়েছে।
নিরাপত্তা বাহিনী গাজার সাথে সীমান্তের নিয়ন্ত্রণ কম-বেশি প্রতিষ্ঠা করতে পেরেছে উল্লেখ করে সাংবাদিকদের জানান, ‘ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে।’
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭ ৪৬ বার পঠিত