ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে

ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের জোর হামলা অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী গাজার সাথে সীমান্তের নিয়ন্ত্রণ কম-বেশি প্রতিষ্ঠা করতে পেরেছে উল্লেখ করে সাংবাদিকদের জানান, ‘ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে।’

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭   ৪৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান চান ট্রাম্প : রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ!
চাদে প্রেসিডেন্ট ভবনে সশস্ত্র হামলা নস্যাৎ সেনাবাহিনীর, নিহত ১৯
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩



আর্কাইভ