৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার

ভোক্তাপর্যায় প্র‌তি ‌কে‌জি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

‌রোববার (৮ অক্টোবর) টিসিবি এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

আগামীকাল সোমবার থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হবে। কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকিমূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা ) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার নিকট পেঁয়াজ বিক্রয় করা হবে। এই কার্যক্রম টিসিবি কর্তৃক আমদানিকৃত পিয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা ।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১১   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১



আর্কাইভ