ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন তিনি। সেখানেই বিপদের মুখে পড়েন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, টিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগে একটি বেসমেন্ট আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন নুসরাত ভারুচা।
নুসরাত ভারুচার টিমের একজন জানিয়েছেন, ‘হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। শেষবার যখন যোগাযোগ করা গিয়েছিল তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না।’
তবে আর একটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, নুসরাত ভারুচা এখন নিরাপদেই আছেন। জানা গেছে অভিনেত্রী ইসরায়েলের বিমানবন্দরে পৌছেঁছেন। খুব দ্রুত তিনি ভারতের ফ্লাইটে উঠবেন। এও জানা গেছে তিনি সরাসরি ফ্লাইট পান নি। সংযোগকারী ফ্লাইটেই উঠবেন।
উল্লেখ্য, গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫ হাজার রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। হামাসের হাতে সাধারণ ইসরায়েলিরা ‘অপহৃত’ হচ্ছেন বলে জানা গেছে। শুধু ইসরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:২১ ৪০ বার পঠিত