গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার ইসরাইল অভিমুখে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। এই সময় ইসরাইল রকেট হামলার সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করে। ফিলিস্তিন থেকে এএফপি’র এক সাংবাদিক এই কথা জানিয়েছেন।
এএফপি’র সাংবাদিক জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা গাজার একাধিক স্থান থেকে এসব রকেট ছোড়া হয়।
গাজা থেকে একের পর এক রকেট ছোড়ায় ইসরাইলি সামরিক বাহিনী এক ঘণ্টারও বেশি সময় ধরে দেশের দক্ষিণ ও মধ্য এলাকা জুড়ে সাইরেন বাজিয়ে সতর্ক করে জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানায়।
বিস্তারিত কোন তথ্য না দিয়ে তারা আরো বলেছে, ‘অনেক সন্ত্রাসী গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখ-ে অনুপ্রবেশ করেছে।’
জরুরি সংস্থার মগেন ডেভিড অ্যাডম জানান, ইসলাইলের মধ্যাঞ্চলে একটি ভবনে রকেট আঘাত হানায় ৭০ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হয়েছে এবং অপর একজন সেখানে আটকা পড়েছে।
চিকিৎসকরা জানান, পৃথক অপর এক ঘটনায় ২০ বছর বয়সী এক যুবক ছুরিকাহত হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, প্রধানমন্ত্রী এমন সহিংসতার বিষয়ে খুব শিগগিরই নিরাপত্তা প্রধানদের বৈঠক ডাকবেন।
কোন গ্রুপ তাৎক্ষণিকভাবে এসব রকেট নিক্ষেপের দায় স্বীকার করেনি।
জঙ্গি গ্রুপ হামাস ফিলিস্তিনের ক্ষমতা গ্রহণের পর ইসরাইল ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে।
এর পর থেকে ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরাইল ইতোমধ্যে বেশ কয়েকবার ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৬   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ