খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে মাদার ফ্রুটি নামে এক কারখানা থেকে দুই হাজার ৪০০ বোতল ভেজাল জুস জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করে কারখানা সিলগালা করে দিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির মেসার্স বি কে স্টোরের ভিতর থেকে ভেজাল জুস জব্দ করা হয়।
এ সময় এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জুসের আনুমানিক মূল্য ৫২ হাজার ৮০০ টাকা। এতে উজ্জল দে (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত বর্তমানে থানা হেফাজতে আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর বলেন, এই ধরনের কোমল পানীয় বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সকলের পছন্দ। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিয়ে সরকারিভাবে অনুদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়ে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে এমন মানহীন, ভেজাল পণ্য তৈরি করছে এবং কৌশলে আমাদের শিশুসহ সকল বয়সের নাগরিকের কাছে বিক্রি করছে।
তিনি বলেন, এই ধরনের ভেজাল, মানহীন পণ্যের স্বাস্থ্য ঝুঁকির বিষয় আমরা সবাই অবগত। তাই এই ধরনের অপরাধীদের এমন ঘৃণিত অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশ বদ্ধ পরিকর। পাশাপাশি নাগরিকদের এমন পণ্য ক্রয়ের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিসহ এই ধরনের তথ্য খাগড়াছড়ি জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৬:১৪:২০ ৪২ বার পঠিত