গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

বিশ্ব শিক্ষক দিবসে দুইজন জন শিক্ষক ও ১ জন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

গলাচিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহারকে প্রদান করা হয় ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সন্মাননা’, পাঠানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষা সন্মাননা’ এবং ফতুল্লার লামাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমান উল্লাহকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ আশেক আলা মাস্টার শিক্ষা সন্মাননা’।

সম্মাননা স্মারক তুলে দেয়ার পর প্রেরণাদায়ক বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ জন্যই সব দেশে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে সম্মান করা হয়।

তিনি বলেন, সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে, তাদের মর্যাদার আসনে রাখতে হবে। গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে গুণগত শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সচেতন নাগরিক আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি গুণী শিক্ষকদের সহযোহিতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বিশিষ্ট শিল্পপতি আবুল হাসনাত কবির।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৯   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ