ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন

প্রথম পাতা » খুলনা » ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৬ চালানে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রায় এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৫০ হাজার ২৮০ ব্যাগে এই স্যালাইন বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।

এ নিয়ে ৬টি চালানে একই প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করেছে।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন।

প্রতি পিস স্যালাইন ভারত থেকে কেনা দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।

আমদানিকারকের প্রতিনিধি জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৫   ৭৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ