বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী

প্রথম পাতা » খেলা » বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী

কলম্বিয়ার সেনাবাহিনী বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যা দায়ে এই প্রথমবারের মতো তারা ক্ষমা প্রার্থনা করেছে। এক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্বকে বড় করে দেখাতে কিছু ক্ষেত্রে এসব বেসামরিক নাগরিককে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাদের হত্যা করে। খবর এএফপি’র।
সরকার জানায়, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ নীতির অংশ হিসেবে ৬,৪০২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। কিছু ক্ষেত্রে গেরিলা আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করা হয়। মঙ্গলবার সেনাবাহিনী এমন হত্যার শিকার হওয়া ১৯ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে।
বোগোটায় এক অনুষ্ঠানে সেনা কমান্ডার লুইস ওসগিনা বলেন, ‘আমরা স্বীকার করছি যে জাতীয় সেনাবাহিনীর সদস্যদের হাতে অত্যন্ত বেদনাদায়ক এমন কর্মকা- সংঘঠিত হয়েছে যা কখনই হওয়া উচিত ছিল না।’
তিনি বলেন, এক্ষেত্রে সৈন্যরা সেনাবাহিনীর ‘আইনকে কলঙ্কিত’ করেছে।
তিনি আরো বলেন, এ সময় ভুক্তভোগীদের আত্মীয়রা দেখেছেন ও শুনেছেন যে এ ব্যাপারে ‘আমরা আমাদের পক্ষ থেকে গভীর ও আন্তরিকভাবে ক্ষমা প্রর্থনা করছি।’
কলম্বিয়ার সামরিক বাহিনী দেশটির প্রধান গেরিলা গ্রুপ ফার্কের সাথে ২০১৬ সালে চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বামপন্থী এ বিদ্রোহী গ্রুপের সাথে লড়াই করে। ১৯৬০ সালে এ যুদ্ধ প্রথম শুরু হয় এবং তা দশকের পর দশক ধরে চলে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪০   ৮১ বার পঠিত  




খেলা’র আরও খবর


নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ
ভিনিসিউসের লাল কার্ড ও বেলিংহ্যামের পেনাল্টি মিস ছাপিয়ে শীর্ষে রিয়াল
আবাহনীকে আটকাল ফর্টিজ, ব্রাদার্সের বড় জয়
তাসকিনের ৭ উইকেট, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর
বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা



আর্কাইভ