সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তিটা আগেই সেরে রেখেছিলেন। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মধ্যপ্রাচ্যের ক্লাবটির জার্সি গায়ে তোলা হচ্ছিল না নেইমার জুনিয়রের। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। সতীর্থদের বেশ কিছু গোলে বলও জুগিয়ে দিলেও শুধু জালের দেখা পাচ্ছিলেন না সেলেসাও তারকা। অবশেষে আল-হিলালের হয়ে নিজের গোলের খাতা খুলে ফেললেন সাবেক এই পিএসজি তারকা।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের মাঠে মুখোমুখি হয়েছিল আল-হিলাল। যেখানে ৩-০ গোলের ব্যবধানের বড় জয় পেয়েছে আল-হিলাল। ম্যাচে নেইমার ছাড়াও জালের দেখা পেয়েছেন ইংলিশ ক্লাব ফুলহাম ছেড়ে এই মৌসুমে আল-হিলালে নাম লেখানো আলেকজান্ডার মিত্রোভিচ ও সালেহ আল-শেহরি।
প্রতিপক্ষের মাঠে আল-হিলাল দুই অর্ধেই আধিপত্য দেখিয়ে খেলেছে। আগের ম্যাচ ড্র করায় এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। ম্যাচের ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আল-হিলাল। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন মিত্রোভিচ।
৩৮ মিনিটে তর্কে জড়িয়ে দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখেন। ফলে উভয় দলই পরিণত হয় দশ জনে। ইরানি ক্লাবটির আমির মোহাম্মদ হাউসম্যান্ড এবং নেইমারের সতীর্থ সালমান আল-ফারাজকে মাঠ ছাড়তে হয়। এরপর ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল-হিলাল।
সৌদি ক্লাবটির হয়েও এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ফেললেও দলবদলের বাজারে রেকর্ড গড়া নেইমার গোলের দেখা পাচ্ছিলেন না। আগের ম্যাচে পেনাল্টিতে তিনি গোল হাতছাড়া করলেও, দুটি গোলেই ছিল তার অবদান। এদিন ৫৮ মিনিটে নিজের ক্লাব ফুটবলের গোলখরা ঘুচিয়েছেন তিনি।
নাসের আল দাওয়াসারির সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় ডি-বক্সে ঢুকে নিজের ‘দুর্বল’ বাম পায়ে দ্রুতগতির শট নিয়ে নেন, যা রুখে দেওয়ার সাধ্য ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের। ম্যাচটি ২-০ তেই শেষ হতে যাচ্ছিল, তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল-হিলালের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সালেহ আল-শেহরি।
এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে আল-হিলাল। সমান পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে নাভবাহোর।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৪ ৪১ বার পঠিত