বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!

প্রথম পাতা » খুলনা » বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাজারের ব্যাগ থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে ওই রুপার চালানটি উদ্ধার করা হয়। ওই রুপার গয়নার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।

আটক নারীর নাম শাহানাজ খাতুন। তিনি দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের রুস্তম আলির স্ত্রী।

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিষ্ণপুর গ্রামে রুস্তম আলির বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর বাজার করার একটি ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। ওই বান্ডিলের ভেতর থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না পাওয়া যায়। এ সময় ওই নারীকেও আটক করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে একজনের নামে মামলা দায়ের করেন। উদ্ধার হওয়া রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৪৫   ৯৮ বার পঠিত  




খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল



আর্কাইভ