অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারি » অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু
রবিবার, ১৪ মে ২০২৩



অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন কবি সাহিত্যিকরা-এমপি দুদু

মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন লেখক, কবি ও সাহিত্যিকরা । রোববার বেলা ১১টায় পৌর মিলনায়তনে জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
জয়পুরহাট সাহিত্য সংসদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিন ব্যাপী কবি লেখক সম্মিলন, গুণী সাহিত্যিক সম্মাননা প্রদান, স্বরচিত কবিতা আবৃত্তি ও সম সাময়িক সাহিত্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাহিত্য আলোচনার আয়োজন করা হয়। জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি কবি যতন কুমার দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর। জয়পুরহাট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় কবি লেখক সম্মিলনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ম. নুরুন্নবী, বিটিভির সাবেক উপমহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, ঢাকা তেজগাঁও গভর্মেন্ট সায়েন্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ খান পরাগ, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্থানীয কবিরা। স্থানীয় ভাবে সাহিত্যে বিশেষ অবদান রাখায় শাহাদৎ হোসেন ফাররোখ ( মরণোত্তর) , কবি বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান বাবুল, কবি সুজন হাজারী ও কবি শফি খানকে জয়পুরহাট সাহিত্য সংসদ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৩   ৭৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ