ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ সোমবার এক শোকবার্তায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোকতাদির চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, আল মামুন সরকার ছিলেন একজন দক্ষ সংগঠক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩১ ৪০ বার পঠিত