ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
সোমবার, ২ অক্টোবর ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইনজুরির জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে দলের সাইড বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
অন্যদিকে বৃষ্টির জন্য ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। তবে ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতে পা রেখেছে বাটলার-স্টোকসরা। পূর্বাভাস বলছে এ ম্যাচেও রয়েছে ৭১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৫   ১৬০ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ