সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১
রবিবার, ১ অক্টোবর ২০২৩



সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১

সুনামগঞ্জে ভারতীয় চোরাই চিনি, পিকআপসহ একজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। রবিবার ভোরে জেলার সদর উপজেলার আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হৃদয় দাস ওয়েজখালী (বিসিক রোড)এলাকার বাসিন্দা নিবারন দাসের ছেলে।

সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা আব্দুর জহুর সেতু টোল বক্সের সামনে গোপন খবরে সুনামগঞ্জগামী একটি পিকআপ এএসআই মো. মহিবুল ইসলাম, এসআই পলাশ চৌধুরী দিপন, কনস্টেবল আদিল মাহমুদ অভিযান চালিয়ে হৃদয় দাসকে গ্রেপ্তার করেন। এসময় ৫০ কেজি করে ৩০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় চোরাই চিনি এবং চিনি বহনকারী একটি ছোট হলুদ রংয়ের পিকআপ জব্দ করা হয়।

জব্দকৃত চিনির মূল্য এক লাখ ৮০ হাজার টাকা ও পিকআপের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জেলা নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের অভিযান অব্যাহত আছে। আটককৃত মালামাল ও আসামির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩০   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ