ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » চট্রগ্রাম » ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার, ১ অক্টোবর ২০২৩



ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জেলায় আজ ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর, প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন আহমেদ, জেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি মো. আবু তাহের, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, প্রফেসর পারভিন আক্তার, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
পরে পিতা-মাতাকে যথাযথ সেবা প্রদান করার জন্য দুইজন সন্তানকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৯   ৩৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ