ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ

প্রথম পাতা » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘রানার্স কমিউনিটি’-্এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফানরান দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ দৌড়বিদেরা অংশগ্রহণ করেন। এই আয়োজনে উল্লাসে মাতেন সবাই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ ট্যাংকের পাড় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্যে জেলার বিভিন্ন স্থান থেকে আসতে থাকে মানুষজন। লোকনাথ ট্যাংকের পাড় থেকে শহর অতিক্রম করে শেখ হাসিনা সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়।

পরে শেখ হাসিনা সড়কের নির্দিষ্ট এলাকা ঘুরে তিতাস সেতুতে এসে ফিনিশিং পয়েন্ট শেষ করেন প্রতিযোগিরা।

দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া বীর কুমার বলেন, এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে আমি অনেকটা আনন্দিত। আমি মনে করি প্রত্যেকের জীবন সুস্থ এবং সবল রাখার জন্য দৌড়ের কোনও বিকল্প নেই।

অপর এক প্রতিযোগী রাশেদ কবীর আখন্দ জানান, আমি পাঁচ কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, বেশ ভাল লেগেছে। আমার বেশ কয়েকজন বন্ধুও অংশগ্রহণ করেছে। এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক মো. রাজন মিয়া বলেন, ‘আমরা সুস্থ দেহ সবল মনের জন্য ২০২১ সংগঠনটি করেছিলাম। এই সংগঠনটির সক্রিয় রানার সংখ্যা এখন শতাধিক। সংগঠনের সাথে যুক্ত আছেন অন্তত আড়াই হাজার সদস্য। মাদক থেকে দূরে রাখা এবং সুস্থদেহ সরল মনের জন্যেই এই আয়োজন।’

আগামী বছরের মার্চ মাসে আন্ত:জার্তিক মানের বড় পরিবেশে হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান তিনি।

দৌড় প্রতিযোগিতাকে সামাজিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার জানান, ” এবারই প্রথম বারের মতো শিশুরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগীতায়। সকলকে এই সামাজিক আন্দোলনে থাকতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১২:৫২:১২   ৪৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২



আর্কাইভ