প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে কেক কেটে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে এই কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের জন্য সুন্দর আগামী সোনার বাংলা গড়ার চেষ্টা করছেন। আমরা সবাই তার পাশে থাকব।
এসময় তিনি কোমলমতি শিশুদের নিয়ে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজকোর্টের পিপি এডভোকেট মাহাবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম মাহবুব আলমসহ তিতাস আবৃত্তি সংগঠনের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৪ ৪৩ বার পঠিত