হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারি » হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



হাসতে হাসতে কাদের বললেন, আগামী মাসে খেলা হবে

বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আগামী মাসে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ‌‘সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। তাদের কালো হাত ভেঙে দেব।

এসময় হাসতে হাসতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এসময় তিনি নেতাকর্মীদের জিজ্ঞাস করেন, খেলার জন্য প্রস্তুত আছেন? তখন নেতাকর্মীরা একসঙ্গে বলে উঠেন, প্রস্তুত আছি, আছি….।

পরে নেতাকর্মীদের কাদের বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ওই হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর।

তিনি বলেন, কারো ভিসানীতির তোয়াক্কা আমরা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৪   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম
চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ
এইচএমপিভি ভাইরাস সম্পর্কে আপনার যা জানার প্রয়োজন



আর্কাইভ